"বক্সিং শব্দটি বাংলাদেশের মানুষের কাছে নতুন" একটি শব্দ এ কথাটি বলার আর কোনো সুযোগ নেই। কারন গত কয়েক বছরে বাংলাদেশের মানুষ বক্সিং এর সাথে যে পরিমান পরিচিত হয়েছে এই পরিমান আর কোনো খেলার সাথে পরিচিত হয় নাই। এর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বলা যায় মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে হয়ে যাওয়া বিবিএফ সাউথ এশিয়ান প্রো-বক্সিং চ্যাম্পিয়নশীপ। যেটি সাড়া ফেলেছে সারা বাংলাদেশব্যাপী। এই ইভেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ জানতে পারে সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিজ এর মতো ক্রিকেটার রাও বক্সিং এর ভক্ত। বাংলাদেশে প্রফেশনাল বক্সিং এর সুচনা হয় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির হাত ধরে। তারা গত ২ বছর বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই বক্সার নিয়ে এসেছে। প্রথমে জয়নুল ইসলামের সাউথ এশিয়ান জয় এর পরেই তারা পাড়ি জমাতে যাচ্ছে এশিয়া প্যসিফিক বক্সিং চ্যাম্পিয়নশীপে। যেটি আগামী ১১ জুন ২০২২ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ৩ জন বক্সার অংশগ্রহন করবে। তারা হচ্ছে লালমনিরহাটের "মোকসেদুল রানা (৬৯কেজি), রাজশাহীর " মোহন আলী (৫৭ কেজি) ও সিলেটের "আমিনুল ইসলাম (৫৪ কেজি)। তারা প্রত্যেকেই জাতীয় পর্যায়ে দক্ষতার সাথে নিজের আত্বপ্রকাশ ঘটিয়েছে এবং এখন তারা যাচ্ছে বাংলাদেশের পতাকা কে সমুন্নত করতে। আরো জানা গেছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি এই প্রতিযোগিতার পরে পাড়ি জমাবে কলাম্মিয়া।