MMABangladesh.

Home

হাবিব’স এমএমএ একাডেমি এর উদ্যেগে মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতা

12-06-2023 মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতা

MMA, হয়তোবা পাঠকদের অধিকাংশই এই শব্দটির সাথে অপরিচিত যার পূর্নরূপ হচ্ছে মিক্সড মার্শাল আর্ট (Mixed Martial Art) এবার মনেহয় কিছুটা পরিচিতি অনুভব করলেন। হ্যা মিক্সড মার্শাল আর্ট এটা পৃথিবীর সকল মার্শাল আর্ট এর মিশ্রিত একটি রূপ হচ্ছে MMA। বর্তমানে MMA হচ্ছে পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলাগুলোর একটি এই MMA। সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এই খেলাটি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এরই মধ্যে বাংলাদেশের কিছু দামাল ছেলেরা এই খেলাতে বিশ্ব মাতিয়েছে। তাদের মধ্যে রয়েছে হাবিব পারভেজ, আশরাফুল ইসলাম, আবু সাইদ, রহমত সানি, মুনজুর আলম হুসাইন কবির ও জ্যাসপার হচ্ছে বাংলাদেশের ১ম সারির এমএমএ ফাইটার যাদের মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশকে এমএমএ এর বিশ্বে সবাই চিনতে পারে। আর এই পরিচিতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে এবং বর্তমানে সবার শীর্ষে নিয়ে যাচ্ছে এক দল যুবক, অল বাংলাদেশ ন্যশনাল মিক্সড মার্শাল আর্ট এসোসিয়েশন এর (হাবিব পারভেজ) নেতৃত্বে। দীঘদিন যাবত এই খেলাটি কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা না পেয়ে ও তাদের যাত্রা থামিয়ে রাখেনি। এরই পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুন ২০২৩, শুক্রবার তারিখে হাবিব’স এমএমএ একাডেমি এর উদ্যেগে হাবিব’স এমএমএ একাডেমি ক্লাব ফাইটিং চ্যাম্পিয়নশীপ-৬ নামে একটি মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এর আগেও তারা আরও ৫ টি ইভেন্ট এর আয়োজন করেছিল। আর এই প্রতিযোগিতার ৭ খেলায় মোট ১৪ জন বিভিন্ন ওজন শ্রণীর খেলোয়াড়রা অংশগ্রহণ করবে তারা হচ্ছে, মোহাম্মাদ নাদিম বনাম জাহিদ হাসান (৫০ কেজি) পারাম ওয়াজেদ বনাম মো: আমিন (৭০ কেজি) রাফি রবি বনাম খালিদুজ্জামান হাওলাদার (৭৫ কেজি) মো: আল মুইন বনাম তুষার সরকার (৭০ কেজি) মো: হাফিজুর রহমান বনাম মো: সানি (৬০ কেজি) মো: ইয়াছিন বনাম মো: মাহফুজ হোসেন (৫৫ কেজি) এবং এই প্রতিযোগিতার মেইন ইভেন্টে অংয়গ্রহন করবে তাহসিন শাফিন বনাম আরডিএক্স আফফান (৬৪)কেজি ওজন শ্রণীতে। এই প্রতিযোগিতার সবগুলো খেলা সরাসরি সম্প্রসারিত হবে এমএমএ বিডি (MMA BD) এর ইউটিউব চ্যানেলে। এই প্রতিযোগীতার টাইটেল স্পন্সর হিসেবে সার্বিকভাবে সহযোগিতা করছেন আল্টিমেট কম্ব্যাট স্টোর (Ultimate Combat Store) নামের একটি ফাইট গিয়ার বিক্রয়কারী প্রতিষ্ঠান। এই প্রতিযোগিতায় প্রধান অতিথী হিসেবে উপস্থীত থাকবেন অল বাংলাদেশ ন্যাশনাল মিক্সড মার্শাল আর্ট এসোসিয়েশন এর সভাপতি ও বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ মুহাম্মাদ আদনান হারুন এবং আরও বিশেষ অতিথী হিসেবে উপাস্থীত থাকবেন অনেকে।


Previous Next