MMABangladesh.

Home

হাল না ছাড়ার একটি গল্প

post6

হাল না ছাড়ার একটি গল্প শুনতে চাইলে আপনাকে সবার আগে মোঃ ইমরান এর ঘটনাটি জানতে হবে। হয়তোবা সবাই মোঃ ইমরান-কে চিনবে না কিন্তু বাংলাদেশে যারা মার্শাল আর্ট এর সাথে যুক্ত আছে তারা প্রায় সবাই কম বেশি মোঃ ইমরান কে চিনে। আজকে আমরা তার সম্পর্কে জানব। তিনি ১৯৯৩ সালের ১৮ জুলাই যশোর জেলাই জন্মগ্রহন করে। মাত্র ১১ বছর বয়সেই সে তার মা কে হারায়৷ আর একজন মাতৃহীন সন্তান কেমন ভাবে শাসন ব্যতীত বড় হয় সেটা আমরা সবাই জানি ইমরানের ক্ষেত্রেও ভিন্ন কিছু ঘটেনি। খুব কম সময়েয় সে মাদকের সাথে জড়িয়ে পড়ে। যার কারনে তার জীবন অনেকটা ধ্বংসের মুখেই চলে যাই। তারপর সে তার বাবার কথা শুনে গাজীপুর চলে আসে এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড-এ ফায়ারম্যান পদে যোগদান করেন। সে মাদকের সাথে যুক্ত থাকাই তাকে সেখানে অনেক হেনস্তা হতে হয়৷ তখন থেকে ইমরান তার জিবন পরিবর্তনের চেষ্টা শুরু করে এবং মার্শাল আর্ট কে বেছে নেই তার সাথী হিসেবে। যেহেতু সে ইয়াং ফাইটার উশু স্কুল নামক মার্শাল আর্ট একাডেমি এর সাথে যুক্ত হয় তাই সাধারনতই তাকে প্রতিযোগিতাই অংশগ্রহন করতে হয় কিন্তু আশানুরূপ ফল পাইনি। কিন্তু তার ভিতর জেদ টা বেড়ে যায় অনেকগুনে। ধীরে ধীরে সে মার্শাল আর্ট এ কিছু করতে হবে এই নেশায় সে মাদক থেকে অনেক দুরে সরে এসেছে এবং বিভিন্ন মার্শাল আর্ট (উশু, এমএমএ) প্রতিযোগিতায় অংশগ্রহন করে কিন্তু পরপর ৭ টি প্রতিযোগিতায় থেকে বাতিল হিসেবে গণ্য হয় কিন্তু তারপরও মোঃ ইমরান হাল ছেড়ে দেয়নি। পরিশেষে সে হাবিব'স এমএমএ একাডেমি থেকে ট্রনিং শুরু করে এবং পরপর দুইজন শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে, যার ফলে তার আত্ববিশ্বাস বেড়ে যায় অনেকগুন। তিনি এই সেপ্টেম্বারের ২৪ তারিখ শেখ রাসেল এমএমএ প্রতিযোগিতায় অংশগ্রহন করবে এবং জিতবে বলে জানিয়েছেন। তিনি পরিশেষে বলেছেন মার্শাল আর্ট তার জীবন পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে এবং তিনি সবার কাছে তার নিজের জন্য দোয়াপ্রার্থী।


Previous Next