বাংলাদেশ প্রফেশনাল বক্সিংয়ে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হলেন সিলেটের আমিনুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আফতাব নগর নূর টাওয়ার সংলগ্ল মাঠে অনুষ্টিতব্য এই টুর্নামেন্টের সমাপনী দিনে অতিথিবৃন্দের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। আমিনুল ইসলাম সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ হাওলদারপাড়ার বাসিন্দা অজিবুল হক ও মরিয়ম বেগমের ছেলে। এ ধরনের একটি বড় প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় কোচ সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল ইসলাম। আমিনুল আরো জানান, আমার প্রশিক্ষক আন্তর্জাতিক উশু ও বক্সিং কোচ মোঃ আনোয়ার হোসেন প্রশিক্ষণের মাধ্যমে আমাকে অনেক সহযোগিতা করেছেন। যার কারণে আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। পাশাপাশি আমাকে বিভিন্নভাবে সহযোগিতায় করায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান ও বক্সিং কোচ মোঃ আসাদুজ্জামান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যেন আমি আন্তর্জাতিক ভাবে দেশ ও সিলেটের সুনাম ভয়ে নিয়ে আসতে পারি। এ ব্যাপারে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির কাউন্সিলার ও বক্সিং কোচ মোঃ আনোয়ার হোসেন জানান, আমিনুল ইসলাম আমার তত্ত্বাবধানে দীর্ঘদিন উশু প্রশিক্ষণ নিয়ে ব্ল্যাক বেল্ট ডিগ্রি অর্জন করেন। কিন্তু প্রফেশনাল বক্সিংয়ে তার আগ্রহ বেশি থাকায় আমি থাকে বক্সিং প্রশিক্ষণ দেয়া শুরু করি। বক্সিং প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় বিভিন্ন খেলায় সে চ্যাম্পিয়ন হয়। এরই ধারাবাহিকতায় সে তিন তিন বার বাংলাদেশ প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, (১) এ এফ বক্সিং চ্যাম্পিয়নশীপ ২০২১-এ ৫২ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন, (২) এ এফ বক্সিং প্রমোশন ২০২১-এ ৫২ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন, (৩) বাংলাভাষা বক্সিং প্রতিযোগিতা ২০২২-এ ৫৪ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন।