মোঃ জয়নুল ইসলাম সিলেটের ছেলে, কিন্তু এখন সে আর শুধু মাত্র সিলেটের সম্পদ নয়। সে এখন পুরো বাংলাদেশের সম্পদ বা গর্ব বলতে পারেন। কারন সে বাংলাদেশের হয়ে আগামী ২১ মার্চ নেপালের উদ্দেশ্যে রওনা হবে "ইলাইট ফাইটার সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশীপ -২০২২" এর জন্য । এই চ্যাম্পিয়নশীপে অংশগ্রহন করবে বাংলাদেশ, পাকিস্থান, ভারত, নেপাল সহ সাউথ এশিয়ার সবগুলো দেশ। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রফেশনাল বক্সার মোঃ জয়নুল ইসলাম। তিনি এই চ্যাম্পিয়নশীপে সুপার লাইট ওয়েট (৬২.৫ কেজি) ক্যটাগরিতে ফাইট করবেন। জয়নুল বলেন " তিনি নিরলস ভাবে গত ১ মাস যাবত কঠোর ট্রেনিং ক্যাম্পের মধ্যে রয়েছেন আগামী দিন গুলোতেও তিনি এই কঠোর ট্রেনিং অব্যাহত রাখবেন এবং এই সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের পতাকা গর্বের সাথে সবার উপরে উচিয়ে ধরবেন। পরিশেষে সে আকুতি জানিয়েছেন তাকে যেন বাংলাদেশের সকল সাধারন মানুষ সহ কর্পোরেট এর বক্সিং প্রিয় বড় হৃদয়ের মানুষগুলোও যেন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।