MMABangladesh.

Home

বাংলাদেশে মিক্সড মার্শাল আর্ট

post12

MMA, মিক্সড মার্শাল আর্ট
MMA, হয়তোবা পাঠকদের অধিকাংশই এই শব্দটির সাথে অপরিচিত যার পূর্নরূপ হচ্ছে মিক্সড মার্শাল আর্ট (Mixed Martial Art) এবার মনেহয় কিছুটা পরিচিতি অনুভব করলেন। হ্যা মিক্সড মার্শাল আর্ট এটা হচ্ছে পৃথিবীর সকল মার্শাল আর্ট এর মিশ্রিত একটি রূপ হচ্ছে MMA। বর্তমানে MMA হচ্ছে বর্তমানে পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলাগুলোর একটি হচ্ছে এই MMA। সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এই খেলাটি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এরই মধ্যে বাংলাদেশের কিছু দামাল ছেলেরা এই খেলাতে বিশ্ব মাতিয়েছে। তাদের মধ্যে রয়েছে হাবিব পারভেজ, আশরাফুল ইসলাম, আবু সাইদ, রহমত সানি হচ্ছে বাংলাদেশের ১ম সারির এমএমএ ফাইটার যাদের মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশকে এমএমএ এর বিশ্বে সবাই চিনতে পারে। আর এই পরিচিতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে এবং বর্তমানে সবার শীর্ষে নিয়ে যাচ্ছে এক দল যুবক, হাবিব'স এমএমএ একাডেমির (হাবিব পারভেজ) নেতৃত্বে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুনজুর আলম, হুসাইন কবির ও জ্যাসপার লালখামসাং। যারা মে মাসের ২১ তারিখ ২০২২ ব্যাংকক, থাইল্যান্ড যাচ্ছে, Thailand Fighting Championship -TFC ইভেন্টে বাংলাদেশের হয়ে যোগদান করার জন্য। তাদের মধ্যে মুনজুর আলম ৩ বার দেশের বাহিরে সফলভাবে বাংলাদেশের পতাকা উড়িয়েছে। আর হুসাইন কবির ও জ্যাসপার লালখামসাং উভয়ই ২ বার করে সফল ভাবে বাংলাদেশের পতাকা উড়িয়েছে ভারতে। এবার তারা থাইল্যান্ডে গিয়ে মুনজুর আলম- ফেদারওয়েট (৬৫.৮ কেজি), হুসাইন কবির ও জ্যাসপার লালখামসাং ব্যানটামওয়েট (৬১.৮ কেজি) ওজন শ্রেনিতে খেলবে। মুনজুর আলম খেলবে মালেশিয়ার মুরুগান সিলভারাজু এর বিরুদ্ধে, হুসাইন কবির খেলবে ইংল্যান্ডের জে.জে.জোনস এর বিরুদ্ধে এবং জ্যাসপার লালখামসাং খেলবে ভারতের পুশকার ভোসলে এর বিরুদ্ধে। তারা সকলে জানিয়েছেন যে তারা আত্নবিশ্বাসী এবং সফলভাবে বাংলাদেশের পতাকা ব্যাংকক, থাইল্যান্ডের বুকে গর্বের সাথে উড়িয়ে আসবে এবং বাংলাদেশের সকল মানুষের জন্য বয়ে আনবে অনেক বড় গৌরব।


Previous Next