Moonjur Alam Biswas মোঃ মুনজুর আলম এই নামটি হয়তোবা বাংলাদেশের মার্শাল আর্ট জগতে মোটামুটি পরিচিত এখন। হ্যা অবশ্যই এই নামটি এখন মোটামুটি নয় খুব ভাল ভাবেই পরিচিত। বাংলাদেশ সহ পুরো এশিয়ার মধ্যেই যারা মার্শাল আর্ট এর সাথে জড়িত রয়েছে তারা প্রায় সকলেই মুনজুর আলম নামটির সাথে পরিচিত। ধীরে ধীরে হয়তোবা বাংলাদেশও এই নামটি অনেক পরিচিতি লাভ করে চলেছে। বহির বিশ্বে তাকে সবাই মুনজুর আলম এর পরিবর্তে মানজুর “দা হান্টার” আলম নামেই বেশি চিনে। এবার আসি তার পরিচিতির কারনে। মুনজুর আলম হচ্ছে একজন বাংলাদেশের মিক্সড মার্শাল আর্ট খেলোয়ার। বাংলাদেশের জন্য তার অবদান কোনো অংশে কম নয়। ২০১৭ সালে ঢাকার কাগে রায়ু ক্লাবের হাত ধরে শুরু হয় তার মার্শাল আর্ট জীবন। তারপর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন, ২০১৮ সালে নক আউট নাইট ইন্টারন্যাশনাল এমএমএ চ্যাম্পিয়নশীপে জয়লাভ, ২০১৯ সালে পরপর ভারতের কলকাতায় বুম-আইপিএফএল ১০ এবং ১১ দুটি ইভেন্টে জয়লাভ করে। ততদিনে মুনজুর আলম পরিচিত হয়ে গেছে অনেক। তারপর ২০২০ সালের করনা ভাইরাস অবস্থা আসার পর তার স্বপ্ন অনেক বড় একটি বাধার সম্মুখীন হয়। দীর্ঘ এক সময় পর আগামী ২১ মে ২০২২ সে যাচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড। যেখানে সে থাইল্যান্ড ফাইটিং চ্যাম্পিয়নশীপ -টিএফসি-৬ এ অংশগ্রহন করবে এবং বাংলাদেশের হয়ে লড়াই করবে মালেশিয়ার মুরুগান সিলভারাজুর বিরুদ্ধে। এই খবর খুব কম সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে মুনজুর আলমের পরিচিত দেশি বিদেশি সকল মানুষের মধ্যে। আর এরই মধ্যে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবাসি জানিয়েছে অলমাইটি ফাইটিং চ্যাম্পিনশীপ এর বর্তমান চ্যাম্পিয়ন, মেড ফর দ্যা কেজ এর সাবেক দুটি ওজনশ্রেনীর বিশ্ব চ্যাম্পিয়ন সাজ “সুপারম্যান” হক (সাজিদুল হক)। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বলেছেন ‘গুড লাক মুনজুর আলম, বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার জন্য।খুব ভাল লাগছে বাংলাদেশে এই খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দেখে' মুনজুর আলম এই পোস্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সাজ “সুপারম্যান” হক কে ধন্যবাদ জানিয়েছে।